জঙ্গলমহলের রাইপুরে আইসিডিএস কর্মীদের সিডিপিও এর নিকট ডেপুটেশন।
সাধন মন্ডল বাঁকুড়া:—শিশুদের পুষ্টিকর খাবার, জ্বালানির মূল্য বৃদ্ধি, কর্মীদের মাসিক 26 হাজার টাকা বেতন, শর্ত ছাড়াই স্মার্টফোন প্রদান সহ 11 দফা দাবিতে রাইপুর ব্লকের পশ্চিমবঙ্গ আই সি ডি এস কর্মী সমিতির রাইপুর শাখার উদ্যোগে রাইপুর সি ডি পি ও এর নিকট গণডেপুটেশন দিলেন কর্মী ও সহায়িকাগন। আধিকারিক এর নিকট স্মারকলিপি দিয়ে এসে কর্মীদের উদ্দেশ্যে নেত্রী দীপ্তি ভান্ডারী , সুমিত্রা মাহাতো, রিংকু মন্ডল বলেন আমাদের দাবিগুলির মধ্যে যেগুলি ব্লক পর্যায়ে সমাধান করা সম্ভব সেগুলি উনি সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন বাকিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছে। এ ব্যাপারে সিডিপিও মিঠুন সরকার বলেন আমি উনাদের স্মারকলিপি গ্রহণ করেছি বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে যেগুলি আমার পক্ষে সমাধান করা সম্ভব সেগুলি আমার অফিস থেকে সমাধান করা হবে বাকিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো। আইসিডিএস কর্মী বিষ্ণুপ্রিয়া কামিল্লা, জ্যোৎস্না কালিন্দী, সুধা মাহাতো, রুপা চ্যাটার্জী, শিপ্রা মন্ডল ,শ্যামা চৌধুরী, প্রতিমা চৌধুরী ,জ্যোৎস্না বিশ্বাসরা বলেন আমাদের ব্লকে এখনো অনেক সেন্টারে কোন স্থায়ী বাড়ি নেই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আমাদের সেন্টারগুলি চালাতে হয় তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এখনো জ্বালানি মূল্য প্রতিদিন ১৮ থেকে ১৯ টাকা। এই পয়সার মধ্যে রান্না করে খাবার খাওয়ানো খুব কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়া সবজি ডিম এর দাম অগ্নি মূল্য। শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াতে হলে টাকার পরিমাণ বাড়াতে হবে। ডেপুটেশনে ৬ শতাধিক কর্মী সহায়িকা হাজির হয়েছিলেন। ডেপুটেশন উপলক্ষে কর্মীরা রাইপুর সবুজ বাজারে জড়ো হয়ে মিছিল করে সারা বাজার পরিক্রমা করে থানা গড়া সিডিপিও অফিসে আসেন।।
