গঙ্গাসাগর মেলা ২০২৬-এর প্রস্তুতি শুরু, প্রথম প্রশাসনিক বৈঠক সাগরে

রাজকুমার দাস

​আর মাত্র কয়েকমাস। আগামী ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। মেলার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে মঙ্গলবার গঙ্গাসাগর মেলা অফিসে অনুষ্ঠিত হলো আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬-এর প্রথম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক।
​এদিনের বৈঠকে পৌরহিত্য করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা। তাঁর সঙ্গে উপস্থিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জি বিডি এ চেয়ারম্যান সীমান্ত কুমার মালি সহ সুন্দরবন পুলিশ জেলার এসপি এবং বিভিন্ন দপ্তরের একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। মেলার নিরাপত্তা, পরিবহণ, জনস্বাস্থ্য, ভিড় নিয়ন্ত্রণ, আবাসন ও উপকূল সুরক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা করা হয় এই প্রথম প্রস্তুতিমূলক সভায়। বিশেষত, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত ব্যবস্থা মসৃণ রাখতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে তৈরি হয় প্রাথমিক রূপরেখা।
​জেলাশাসক সুমিত গুপ্তা সাংবাদিকদের জানান, “পুণ্যার্থীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আমাদের প্রধান অগ্রাধিকার। আবহাওয়া এবং পরিবেশের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। আগামীতে আরও কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। এবারের মেলাকে আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার লক্ষ্য নেওয়া হয়েছে।”
​প্রশাসনিক বৈঠকের পাশাপাশি, জেলাশাসক ও অন্যান্য আধিকারিকেরা এদিন সাগরদ্বীপের সমুদ্র সৈকত পরিদর্শন করেন। সম্প্রতি সাগরের উপকূলবর্তী একাধিক এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনকবলিত এলাকাগুলি ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। ভাঙন প্রতিরোধের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ ও মেলার সময় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসন সূত্রে খবর, ভাঙন মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে মেলার কাজে কোনো বিঘ্ন না ঘটে।
​সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানান, “গঙ্গাসাগর মেলা রাজ্যের এক গৌরব। পুণ্যার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য রাজ্য সরকার সবরকম সহায়তা করবে। ভাঙন প্রতিরোধের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”
​নিয়ম মেনে জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের ভিড় সামাল দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে প্রশাসন বার্তা দিল যে, এবারের মেলাকেও সফল করতে তারা বদ্ধপরিকর।

Leave a Reply