রাইপুর সার্বজনীন দুর্গাপুজো মন্ডপে চলছে সিঁদুর খেলা
সৌমী মন্ডল বাঁকুড়া:-রাইপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো প্যান্ডেলে আনন্দ সহকারে চলছে সিঁদুর খেলা ও শুভেচ্ছা বিনিময়। ২৯ তম বর্ষের রায়পুর বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজো প্যান্ডেলের থিম ছিল ময়ূর মহল। যা দেখতে পঞ্চমীর দিন থেকে দশমী পর্যন্ত দু লক্ষেরও বেশি দর্শনার্থী হাজির হয়েছিল কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষাল বলেন আমাদের পুজো মণ্ডপ ও মাতৃ মূর্তি আগামী একাদশী দিন পর্যন্ত থাকবে দ্বাদশীর দিন মাকে বিসর্জন দেওয়া হবে। পঞ্চমীর দিন থেকে জমজমাট ছিল গড় রাইপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ ।এখানেই সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্যান্ডেল হয়েছে। উৎসব কমিটির কোষাধ্যক্ষ তপন দাস বলেন এবারে আমাদের বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা ষষ্ঠীর দিন থেকে একাদশী দিন পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। আজ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক সহ পূজা কমিটির সদস্য সদস্যাবৃন্দ।