গোপালপুর উল্লাসপুর সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হল গোপালপুর উল্লাসপুর সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন। এবছরের পুজোর সূচনা করেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট নেত্রী দোলা সেন। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বলাগর বিধায়ক ও প্রখ্যাত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারি, বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, জেলা বন অধিকারী সঞ্চিতা শর্মা, ডিএসপি (ডিএন্টি) সুব্রত মন্ডল, বিডিও চিন্ময় দাস, বিশিষ্ট সমাজসেবী আব্দুল লালন সহ এলাকার আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠান মঞ্চ থেকেই সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে কয়েকশ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি, প্রকাশিত হয় একটি বিশেষ গ্রন্থ ‘সহজ’। বইটিতে গ্রাম বাংলার লেখকদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক ও লেখকদের লেখা স্থান পেয়েছে। এর ফলে স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিকে আরও প্রসারিত করার প্রয়াস দেখা গেল এই আয়োজনে। দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উপস্থিত বিশিষ্ট অতিথিদের বক্তব্যে উঠে আসে বাংলার সংস্কৃতি, সাহিত্য ও সমাজকল্যাণের নানা দিক। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু পুজোর আনন্দ বাড়ায় না, সমাজের প্রান্তিক মানুষদের কাছেও উৎসবের আনন্দ পৌঁছে দেয়।

Leave a Reply