সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন পালন,লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
২৬ শে সেপ্টেম্বর বাংলা গদ্যের রূপকার, সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। দিনটি যথাযথ ভাবে পালন করা হয় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান সংগঠনের পক্ষ থেকে। সেরূপ লোকপুর রামধনু পাবলিক স্কুলের পক্ষ থেকে কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। উল্লেখ্য স্কুল কর্তৃপক্ষ বিগত পাঁচ বছর যাবত বিদ্যাসাগরের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে মহাসমারোহে পালন করে আসছে। আজও তার অন্যথা হয়নি। কচিকাঁচাদের সম্মুখে বিদ্যাসাগর মহাশয়ের মহান কর্মকাণ্ডের দিকগুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন রামধনু পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত । এরপর ক্রমান্বয়ে শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি, বসে আঁকা, সুন্দর হাতের লেখা ইত্যাদি প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বই দিয়ে পুরস্কৃত করা হয়। প্রত্যেক শিশু, সমাজ ও দেশের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত হয়।