চার শতাধিক বছরের পুজোর উদ্বোধন
সেখ সামসুদ্দিন, ২৬ সেপ্টেম্বরঃ চার শতাধিক বছরের প্রাচীন বনেদীয়ানার দুর্গা পুজো বাগিলা সার্বজনীন দুর্গাপুজো। আজ মহা চতুর্থীর দিন পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার মিজানুর রহমান, থানার ওসি প্রীতম বিশ্বাস, ফায়ার ওসি সঞ্জয় দত্ত, ফায়ার অফিসার পুলক সিনহা, মেমারি বিদ্যুৎ সাপ্লাই অফিসের স্টেশন ম্যানেজার অম্বিকা প্রসাদ পট্টনায়েক, অফিসার গোবিন্দ ব্যাপারি, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, পুলিশ অফিসার স্নেহাশীষ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ডপের ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের হাতে একটি করে প্রতিমার ছবি সম্বলিত স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্যে সতর্কতার সঙ্গে আনন্দ করতে পরামর্শ দেন। পুজোর গাইড লাইন মেনে পুজো করার সাথে সাথে বাচ্চাদের খেয়াল রাখতে এবং যানবাহন চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলার কথাও বলেন।