‘একটি গাছ, একটি প্রাণ’ থিমের পুজোর উদ্বোধন

সেখ সামসুদ্দিন, ২৬ সেপ্টেম্বরঃ ৫৩ তম বর্ষের দুর্গা পুজো ঁরক্ষাকালীতলা পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির। আজ মহা চতুর্থীর দিন পুজো মন্ডপের ফিতা কেটে পুজোর উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় সামন্ত, মেমারি সেন্ট্রাল পুজো কমিটির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পুজো কমিটির সদস্যগণ। এই রক্ষাকালীতলার পুজো সাধারণত থিমের হয় না, প্রতিমার উপর থাকে মূল লক্ষ্য। ফলে বেশিরভাগ সময় সেরা প্রতিমার সম্মান অর্জন করে থাকে। এই বছর প্রতিমার সাথে থিমের পুজো মন্ডপ করা হয়। সাড়ে পাঁচ লাখ টাকা বাজেটের পুজোয় থিম ‘একটি গাছ, একটি প্রাণ’।

Leave a Reply