কাউন্সিলরের উদ্যোগে বস্ত্র উপহার
সেখ সামসুদ্দিন, ২৬ সেপ্টেম্বরঃ মেমারি পৌর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভার ১৬ টি ওয়ার্ডের জন্য শারদ উৎসব উপলক্ষে বস্ত্র উপহার দেওয়ার জন্য কাউন্সিলরদের বিশেষ তহবিল দেওয়া হয়। সেই পৌর তহবিলের সাথে কাউন্সিলররা নিজস্ব প্রচেষ্টায় আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে চেষ্টা করেন যত বেশি সংখ্যক মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া যায়। আজ ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ওয়ার্ডের বাসিন্দাদের ১২০০ জনের হাতে বস্ত্র ও মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান তথা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় সামন্ত, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ ইউসুফ, সমাজসেবী জয়ন্ত রায় সহ ওয়ার্ডের কর্মীবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।