ফুলকুসমা বাজার সার্বজনীন পুজো উদ্বোধনে সাংসদ অরূপ চক্রবর্তী।
সাধন মন্ডল বাঁকুড়া:-আজ শুক্রবার শুভ চত ুর্থ চতুর্থী আজকের এই শুভক্ষণে জঙ্গলমহলের ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। মঞ্চে উপস্থিত ছিলেন মাগুরা ডিপিএসসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শ্যামল সাঁতরা বাঁকুড়া পৌরসভা পৌর প্রধান অলকা সেন মজুমদার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু মৃত্যুঞ্জয় মূর্মু প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত, রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে রায়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু , অধ্যাপক দ্রুহিন চক্রবর্তী, তাপস ব্যানার্জি, শিক্ষক তাপস পাত্র, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ ঘোষ,বাউরি কালচারাল বোর্ড সভাপতি দীপক দুলে, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সঞ্জয় মন্ডল, বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাস, কর্মাধক্ষ্য শান্তি নাথ মন্ডল, বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতো। বিশিষ্ট শিক্ষক রাধা মাধব মুখার্জি প্রমূখ।পুজো কমিটির সম্পাদক রাজকুমার সিংহ সহ এলাকার বিশিষ্ট মানুষজন। এবছরের পূজো দশম বর্ষে পদার্পণ করল এবারের মন্ডপের থিম বাঁকুড়ার ঐতিহ্যবাহী শিল্প ডোকরা শিল্প পুরো মন্ডপটি ডোকরা শিল্পের বিভিন্ন দেব-দেবী সহ হাতি, গরুর গাড়ি ইত্যাদিতে সাজানো হয়েছে যা দেখতে আজ থেকেই হাজার হাজার দর্শনার্থী হাজির হয়েছেন বিগত দিনগুলিতে এই মন্ডপে পুজোর ছয় দিনে কয়েক লক্ষ দর্শনার্থী হাজির হন এবার পুরানো সমস্ত রেকর্ড কে ছাপিয়ে যাবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। উৎসব কমিটির সম্পাদক রাজকুমার সিংহ বলেন বাঁকুড়ার ঐতিহ্যবাহী শিল্প-টকরা শিল্প আজহারিয়ে যেতে বসেছ আমরা সেই শিল্প এবং তার সাথে বাঁকুড়ার আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের মন্ডপে।প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটের এই পুজো। আজ থেকে একাদশী দিন পর্যন্ত চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুসমা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন সাহু। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক সৌমেন পাত্র।