বেঙ্গল মাইনরিটি ফোরামের শিক্ষা বিষয়ক সভা

পুলকেশ ভট্টাচার্য,

বৃহস্পতিবার SSIT College বারাসাতে ,বেঙ্গল মাইনরিটি ফোরাম এর শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।এই
সভায় সভাপতিত্ব করেন স্বনামধন্য *আইনজীবী শেখ মইনুল হক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের উপ-সচিব *ড. আজিজার রহমান সাহেব* , হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শেখ কামালউদ্দিন ,* বিশিষ্ট শিক্ষাবিদ ও মোটিভেশনাল স্পীকার *আবেদিন হক আদি এবং SSIT কলেজের চেয়ারম্যান *ড. সাবির আলি*।

আলোচনার মূল বিষয়সমূহঃ

1. মক ইন্টারভিউ

সংখ্যালঘু যুবক-যুবতীদের আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নূন্যতম ফীজের বিনিময়ে মক ইন্টারভিউ নেওয়া হবে ও গাইডেন্স দেওয়া হবে।
( প্রাথমিক শিক্ষক নিয়োগ, এস এস সি নিয়োগ ইত্যাদি)

2. বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের নূন্যতম ফীজের বিনিময়ে কোচিং দেওয়া হবে। ( WBP + KP + Exise SI, Constable, PSC Miscellaneous Service, PSC Clerkship, SSC Group C, Group D, Defence Etc.)

3. ক্যারিয়ার গাইডেন্স

দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কাউন্সিলিং করে গাইড করা হবে। ( দ্বাদশ এর পর কী কী কোর্স করা যায়? তার জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া যায়? খরচ কেমন? কী কী স্কলারশিপ পাওয়া যায় ইত্যাদি)

4. স্কুলছুট প্রতিরোধে জনসচেতনতা ও স্কলারশিপ প্রদান :

সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের স্কুলছুট প্রতিরোধে কার্যকর জনসচেতনতা গড়ে তোলা ও দুস্থ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান।

5. মোবাইল ফোন সচেতনতা

Gen-Z উপর মোবাইল ফোনের সুফল ও কুফল নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা শিবির।

১) সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মক ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে বেঙ্গল মাইনরিটি ফোরামের কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে বাকী প্রস্তাবগুলিও কার্যকর করা হবে।
২) প্রতি মাসের শেষ রবিবার সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
। উপস্থিত ছিলেন বেঙ্গল মাইনরিটি ফোরামের সাধারণ সম্পাদক সিয়ামত আলী, সহ-সম্পাদক আবু সিদ্দিক খান ,ক্যাশিয়ার শামীম আলতাব, শিক্ষাবিদ আবু তালেব, সোজাউদ্দিন মন্ডল, হুজ্জাতুল্লাহ ,নিজামুদ্দিন, শামীম নেওয়াজ, কাজী আব্দুর রউফ, বদরুল আলম মারুফ আহমেদ, নাসির উদ্দিন ,হাবিবুর রহমান গাজী, শামসুল আমিন, আব্দুল কবীর প্রমুখ।

Leave a Reply