পন্ডিত দীন দয়াল উপাধ্যায় এর জন্মদিন পালন ও বস্ত্র বিতরণ কর্মসূচী লোকপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এর ১০৯ তম জন্মবার্ষকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় বৃহস্পতিবার লোকপুর মহামায়া মন্দির সংলগ্ন এলাকায়। পাশাপাশি দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে স্থানীয় এলাকার সাধারণ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়। উৎসবের প্রারম্ভে সাধারণ মানুষজন হাতে নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই চোখে মুখে হাসির রেখা ফুটে ওঠে।পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এর জীবন বৃত্তান্ত তুলে ধরেন স্থানীয় এলাকার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি আরো বলেন যে,সেবা পক্ষকাল চলছে। সেই প্রেক্ষিতে সকাল থেকেই স্থানীয় বিধানসভা এলাকায় স্বচ্ছতা অভিযান, বৃক্ষ রোপন, বস্ত্র বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করা হচ্ছে।তারই অঙ্গ হিসেবে লোকপুরে পন্ডিত দীন দয়াল উপাধ্যায় এর ১০৯ তম জন্মদিন পালিত হয়। সেই সাথে এলাকার সাধারণ মানুষের মধ্যে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। এদিন লোকপুর অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। এছাড়াও ছিলেন বিজেপির মন্ডল সভাপতি দেবব্রত গুপ্ত, সাধারণ সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী, জেলা নেতৃত্ব সুকুমার নন্দী, অঞ্চল প্রমুখ তাপস দাস, পঞ্চায়েত সমিতির সদস্যা অনিমা সাহা, সমাজসেবী নৃপেণ সৌ, প্রেমানন্দ চৌধুরী প্রমুখ ব্যাক্তিবর্গ।

Leave a Reply