জেলার সেরা মনোনীত মেমারি ভি এম ইন্সটিটিউশন শাখা ১
সেখ সামসুদ্দিন, ২৩ সেপ্টেম্বরঃ পূর্ব বর্ধমান জেলার সেরা বিদ্যালয়ের সম্মান পেল মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশন শাখা ১। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল জানান পরিকাটামোগত এবং একাডেমিক বিচারে দুইটি বিভাগে সেরা সম্মান পেয়েছে মেমারির এই বিদ্যালয়। আগামীকাল বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চ থেকে এই সম্মান প্রদান করা হবে। যেখানে উপস্থিত থাকবেন প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালন সভাপতি এবং বিদ্যালয়ের ৬ জন কৃতি ছাত্রছাত্রী। তিনি আরও জানান ডিএম এবং ডিপিডি পূর্ব বর্ধমানের বিচারে বেস্ট স্কুল ফর একাডেমিক অ্যাচিভমেন্ট ২০২৫ এবং ওভারঅল বেস্ট স্কুল অ্যাওয়ার্ড ২০২৫ এর জন্য মনোনীত হয় মেমারি ভি এম ইন্সটিটিউশন শাখা ১। উল্লেখ্য এই বিদ্যালয় থেকে ২০০৯ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত দুই একটি বছর বাদে প্রত্যেক বছরই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম থেকে দশম স্থানাধিকারী কেউ না কেউ আছে। ২০০৯ সালে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকারী প্রিয়জিৎ বিষয় ৭৪৫, ২০১১ সালে মাধ্যমিকে তৃতীয় সৌরভ বৈরাগ্য ৭৫৬, ২০১৩ সালে উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী সৌরভ বৈরাগ্য ৪৬৫, ২০১৭ সালে মাধ্যমিকে দশম স্থানাধিকারী অর্ধেন্দু মৌলি ঘোষ ৬৮১, ২০১৯ সালে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকারী অর্ধেন্দু মৌলি ঘোষ ৪৯০, ২০১৯ মাধ্যমিকে দশম স্থানাধিকারী সৌম্যদীপ ঘোষ ৬৮১, ২০২০ সালে মাধ্যমিকের প্রথম অরিত্রপাল ৬৯৪, ২০২১ সালে উচ্চ মাধ্যমিকে নবম সৃজিতা ঘোষ ৪৯১, ২০২২ সালে উচ্চ মাধ্যমিকে দশম অরিত্রপাল ৪৮৯, ২০২৩ সালে উচ্চ মাধ্যমিকে নবম অপূর্ব মন্ডল ৪৮৮, ২০২৪ সালে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ আফরিন মন্ডল ৪৯১ এবং ২০২৫ সালে উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ জয়দীপ পাল ৪৯২। রাজ্যের সেরাদের ছাড়াও স্টার ও প্রথম ডিভিশনে পাসের হারও উল্লেখযোগ্য। বিদ্যালয়ের এই সম্মানে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা আনন্দিত।