তৃতীয় সপ্তাহ রমরমিয়ে চলছে পূর্নেন্দু হালদারের সিনেমা ‘কলেজ ক্যাম্পাস”

রাজকুমার দাস

তৃতীয় সপ্তাহ রমরমিয়ে চলছে পূর্নেন্দু হালদারের সিনেমা ‘কলেজ ক্যাম্পাস”। প্রেম ও মানবতার ছবি:
বাংলা সিনেমা ‘, কলেজ ক্যাম্পাস ‘ ঘিরে নেটিজেনদের উত্সাহ এখন চরমে। ছবিটি এবছর ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসে একযোগে মুক্তি পেয়েছে কলকাতা, মফস্বল ও উত্তরবঙ্গের ৩০ টি প্রেক্ষাগৃহে।এই উপলক্ষে এ‌‌ছবির তরুণ নায়ক রাজকমলকে দেখা যাবে। এ ছবিতে রাজকমলের সঙ্গে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন প্রিয়াঙ্কা ব্যানার্জি , রজতাভ দত্ত, লাবনী সরকার, পায়েল সরকার, বিপ্লব চট্টোপাধ্যায়, অরুণ ব্যানার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী,রমেন রায়চৌধুরী, কল্যাণ চ্যাটার্জী ,রাজকুমার দাসও আরো অনেকে।এ ছবিতে বাংলাদেশ, ইতালি,মোজাম্বিয়া,ফ্রান্স, উরুগুয়ে, সানফ্রান্সিসকো,কিউবা, বলিভিয়া, অক্সফোর্ড (ইউ কে)ও আরো বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিনয় করেন। ছবিটির শুটিং হয়েছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়,বেহালা ব্লাইন্ড স্কুল,আই সি সি আর, ভবানীপুর কলেজ এবং দীঘা ও মন্দার মনির সমুদ্র সৈকতে।
ছবিটিতে গান গেয়েছেন কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি, রাঘব চট্টোপাধ্যায় ও শুভমিতা। গীতিকার লক্ষ্মীকান্ত রায় ও প্রিয় চট্টোপাধ্যায়।সুর পিনাক ভট্টাচার্য ও আশীষ কুমার।আবহ আবলু।ফাইট শান্তনু পাল। নৃত্য পরিচালনা কৈলাশ শর্মা(মুম
বাই)। কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা পূর্ণেন্দু হালদার। দৃশ্য গ্রহণ শাহবাজ। সম্পাদনা অতীশ দে সরকার।
অনামিকা সিনে মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন অনামিকা মজুমদার। ছবিটি পরিবেশনা ও নিবেদনে নিউ ওয়েভ ফিল্মস।ছবিটি তৃতীয় সপ্তাহে ও রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে।

Leave a Reply