ভাইস চেয়ারম্যানের বস্ত্র উপহারের মেলা

সেখ সামসুদ্দিন, ২১ সেপ্টেম্বরঃ মেমরি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা নবনিযুক্ত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় সামন্তর উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় মানুষকে বস্ত্র উপহার প্রদান করা হয়। মহালয়ার দিনে পিতৃপক্ষের সূচনা লগ্নে এলাকার শিশু থেকে বৃদ্ধ মানুষের হাতে পোশাক প্রদান করা হয়, যা দেখলে বস্ত্র উপহার মেলা মনে হবে। উপস্থিত ছিলেন নবনিযুক্ত আইএনটিটিইউসির শহর সভাপতি দেবাশীষ কোলে, প্রাক্তন শহর সহসভাপতি আশীষ ঘোষ দস্তিদার, মেমারি শহর যুব তৃণমূলের সভাপতি ফারুক আব্দুল্লাহ, জেলা ছাত্র সংগঠনের সহ-সভাপতি মুকেশ শর্মা, জেলা যুব সাধারণ সম্পাদক রাজকুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রতি বছরের ন্যায় ১২ বছরের ১৩ পার্বণে মানুষের পাশে থাকেন ভাইস চেয়ারম্যান তথা মেমারি শহর তৃণমূলের সভাপতি সুপ্রিয় সামন্ত। বছরের বিভিন্ন পূজা-পার্বণে তিনি যথাসাধ্য এলাকার মানুষকে বস্ত্র, শীতবস্ত্র খাদ্যদ্রব্য ইত্যাদি দিয়ে সেবা করে থাকেন। এবারেও দুর্গাপূজার আগে আজ ৭ শতাধিক মানুষের হাতে বস্ত্র প্রদান করেন।

Leave a Reply