আউশগ্রামঃ ‘বড়্গাছ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আউশগ্রামের দ্বারিয়াপুর ডোকরা পাড়ায় শিল্পীদের ছেলেমেয়েদের বিনামূল্যে কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়। রবিবার তার আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস। পড়ানোর জন্য একটি হোয়াইট বোর্ডের ফিতে কাটেন পুলিশ সুপার। পাশাপাশি পড়ুয়াদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন তিনি। একই সাথে পড়ুয়াদের পরিস্রুত পানীয় জল খাওয়ার জন্য একটি ফিল্টার তাঁদের হাতে তুলে দেওয়া হয়। ওই সংস্থার তরফে প্রাক্তন পুলিশ কর্তা ও সংগঠনের পরামর্শদাতা কল্যাণ মুখোপাধ্যায় জানান, “প্রথমে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের পঁয়ত্রিশ জন পড়ুয়াদের নিয়ে ডোকরা পাড়াতেই এই ক্লাস শুরু হবে। সপ্তাহে পাঁচ দিন দু’জন শিক্ষিকা ওদের পড়াবেন”। এছাড়া ডোকরা শিল্পীদের পরিস্রুত পানীয় জল ও স্বাস্থ্য নিয়েও কাজ করছেন ওই সংস্থা। এর আগে ওই পাড়ায় পরিস্রুত পানীয় জলের পাইপ লাইন বসিয়ে দেয় তাঁরা। পুলিশ সুপার বলেন, “ডোকরা শিল্পের একটা খ্যাতি রয়েছে। তবে ডোকরা শিল্পীদের জীবনযাত্রার মান আরেকটু ভালো করা যায়”। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল জোরী, চিফ এক্সিকিউটিভ অফিসার সি কে শ্রীনিবাসন, শান্তনু পোদ্দার, মনীষা পানিগ্রাহী, সৌমিক মুখার্জী সহ অন্যান্য কর্মকর্তারা, জেলা পুলিশের ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) সুব্রত মন্ডল, আউশগ্রাম থানার ইন্সপেক্টর শান্তনু অধিকারী। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল
এদিন আউশগ্রাম থানায় তদন্তকারী অফিসার ও ইন্সপেক্টরের কক্ষের আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করেন পুলিশ সুপার। উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) সুব্রত মন্ডল।
