অনন্য কীর্তি মুসলিম সম্প্রদায়ভূক্ত যুবক, সমাজসেবী শেখ বাপির


সাধন মন্ডল বাঁকুড়া:—পুজোর আগে অসহায় মানুষদের নতুন বস্ত্র তুলে দিলেন তালডাংরার লদ্দা গ্রামের বাসিন্দা শেখ বাপি। আসন্ন শারদোৎসব উপলক্ষ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে সপ্তাহব্যাপি ‘শারদ বস্ত্র উপহার’ কর্মসূচী শুরু করলো। সোমবার হাড়মাসড়ার যাযাবর কলোনির মানূষের হাতে সে বেশ কিছু নতুন বস্ত্র তুলে দেয়। এদিন তার সঙ্গে ছিলেন জয়ন্ত রায়।

শেখ বাপি বলেন, উৎসবের মরশুমে রঙিন আলো ঝলমলে মণ্ডপের বাইরে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মা, কাকিমা, জেঠিমা, মাসিমাদের ফ্যাকাশে মুখ গুলো দেখলে মুহূর্তের মধ্যে উৎসবের সব আলো যেন ম্লান হয়ে যায়। দূর্ভাগ্যবশত উৎসব মুখর এই দিন গুলিতে অজস্র অপ্রাপ্তি তাঁদের থেকে যায়। ছোটো থেকে দেখে আসা এই ছবিটা আমাকে বারবার নাড়া দেয়। তাই বিগত কয়েক বছরের ধারাবাহিকতা রক্ষায় এবারও সাধ ও সামর্থ্যের মেলবন্ধনে  উৎসবের প্রাক্ মুহূর্তে ওই সব মানুষের মধ্য থেকে সামান্য কিছু অংশের মুখেও হাসি ফোটানোর চেষ্টায় আমার এবারের 'শারদ উপহার প্রদান' কর্মসূচীর আজ প্রথম দিন। আমার এই সুবিশাল কর্মযজ্ঞে বরাবরের মতো এবারও পাশে দাঁড়িয়েছেন পুলিশ আধিকারিক শুভাশীষ হালদার ও তার সহধর্মিনী মামনি হালদার।  তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এই কর্মসূচী আগামী কয়েক দিন চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে।

Leave a Reply