কর্মা সোস্যাল অ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর নবমতমো উদ্যোগ-

পশ্চিমবঙ্গ সরকারের বরিষ্ঠ উপ সচিব দেবাঞ্জন দে, আইনজীবী দেবাশিস সিনহা, সমাজসেবী অমর প্রসাদ সহ একাধিক ব্যক্তিদের উপস্থিতিতে মহালয়ার প্রক্কালে নবম বর্ষের বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করল কর্মা সোস্যাল অ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট।
সংস্থার চেয়ারম্যান আইনজীবী অনিলকুমার দাস জানিয়েছেন, “আজ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ১,২০০ জন নরনারী সমেত আগামীকাল ঝাড়গ্রামে আরো দুশো অনাথ শিশুদের বস্ত্র দান করা হবে।

Leave a Reply