গভর্নরের ভূমিকা নিয়ে বিচারপতি নারিম্যানের বিশ্লেষণ
‘কেন্দ্রের প্রহরী নাকি রাজ্যের অর্থপূর্ণ রাষ্ট্রপ্রধান?’
পারিজাত মোল্লা,
কলকাতা: দেশের শীর্ষস্থানীয় আইন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ জাতীয় বিচারশাস্ত্র বিশ্ববিদ্যালয় (NUJS), কলকাতা-তে অনুষ্ঠিত হলো সপ্তম শ্রী এম. কে. নাম্বিয়ার স্মারক বক্তৃতা। এনইউজেএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে ভারতের প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি রোহিংটন ফালি নারিম্যান গভর্নরের সংবিধানিক ভূমিকা নিয়ে বিশ্লেষণাত্মক ভাষণে বক্তব্য রাখেন। তিনি “একটি রাজ্যের গভর্নর: কেন্দ্রের প্রহরী নাকি অর্থপূর্ণ রাষ্ট্রপ্রধান?” শীর্ষক বিষয়ে গভীর দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ নির্মল কান্তি চক্রবর্তী আইনি গবেষক, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী ও গণমাধ্যমকর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানান। “শ্রী এম. কে. নাম্বিয়ার স্মারক বক্তৃতা সংবিধান ও আইনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও গবেষণার অনন্য মঞ্চ। বিচারপতি নারিম্যানের অভিজ্ঞতা ও বিশ্লেষণ আজকের আলোচনাকে আরও গভীর করেছে,” মন্তব্য করেন অধ্যাপক চক্রবর্তী।
এই স্মারক বক্তৃতা সিরিজের মাধ্যমে স্মরণ করা হয় শ্রী এম. কে. নাম্বিয়ার, যিনি ছিলেন প্রতিষ্ঠিত সংবিধান বিশেষজ্ঞ ও আইনি বিশ্লেষক। তাঁর সংবিধান-সংক্রান্ত অবদান দেশের আইনি ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। বক্তৃতা সিরিজে আগে প্রাক্তন প্রধান বিচারপতি, প্রবীণ আইনজীবীসহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ সংবিধান ও আইনগত বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ভি. বিজয়কুমার, প্রাক্তন উপাচার্য, ন্যাশনাল ল: ইউনিভার্সিটি, ভোপাল। তিনি বর্তমান আইনি ও সংবিধানতাত্ত্বিক চ্যালেঞ্জের সঙ্গে তাত্ত্বিক গবেষণার সংযোগ স্থাপনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। অধ্যাপক বিজয়কুমারের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও সুদৃঢ় করেছে।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এনইউজেএস কলকাতা দেশের অন্যতম শীর্ষ আইন শিক্ষা প্রতিষ্ঠান। উন্নতমানের পাঠ্যক্রম, আন্তর্জাতিক স্তরের গবেষণা ও আন্তঃবিষয়ক একাডেমিক প্রোগ্রামের জন্য এটি বিশেষভাবে সুপরিচিত। আইন শিক্ষা ও জননীতি ক্ষেত্রে সমৃদ্ধ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
সপ্তম শ্রী এম. কে. নাম্বিয়ার স্মারক বক্তৃতায় আইনি পেশাজীবী, নীতিনির্ধারক, ছাত্রছাত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গভর্নরের সংবিধানিক কর্তব্য ও ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় তার ভূমিকা নিয়ে বুদ্ধিদীপ্ত ও সুচিন্তিত আলোচনা সভাটি উদ্দীপ্ত করে তুলে ধরে।