মোক্ষমোন্দ বিশ্বেশরাইয়ার জন্ম দিবস পালন করল প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার’স এসোসিয়েশন এর সকল ইঞ্জিনিয়ারসরা
প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার’স এসোসিয়েশন সোমবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ইঞ্জিনিয়ার’স ডে উদযাপন হল। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিধায়ক দেবাশীষ কুমার, সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক, ট্রাষ্টি অফ দক্ষিনেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে কুশল চৌধুরী, বুক সেলার্স গিল্ড-এর সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি সহ বিভিন্ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যানরা। এদিন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জানান, প্রায় ২৫০০ ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। এবার প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সংগঠনকে স্বীকৃতি দেওয়া হল।