সাংস্কৃতিক সংস্থা ‘মন কলমের বার্তা’-র প্রথম বর্ষের বিশেষ অনুষ্ঠান

পারিজাত মোল্লা

কলকাতা: নাগেরবাজারের থিয়ে-অ্যাপেক্স প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সংস্থা ‘মন কলমের বার্তা’-র প্রথম বর্ষের বিশেষ অনুষ্ঠান। আগমনী আনন্দ সন্ধ্যার আবহে কবিতা, সঙ্গীত ও নৃত্যনাট্য পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের মন মাতিয়ে তোলে এই আয়োজন।

অনুষ্ঠানের সূচনা হয় ‘উন্মেষ’-এর ক্ষুদে শিল্পীদের আবৃত্তির মাধ্যমে। কর্ণধার সঞ্চিতা সরকারের সুনিপুণ পরিচালনায় শিশুদের সংগঠিত ও সুললিত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

এরপর মঞ্চে আসেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আলো রায়চৌধুরী এবং তাঁর প্রতিষ্ঠান ‘স্বরলিপি’-র ছাত্রীরা। তাঁদের পরিবেশনা অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা এনে দেয়। বিশেষ করে অলিপ্রিয়ার লোকসঙ্গীত দর্শকমহলে বিশেষ প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কাব্য নাটিকা ‘সঞ্জীবনী’। সংস্থার অপর কর্ণধার মধুমিতা দেবের রচনা ও পরিচালনায় স্বল্প দৈর্ঘ্যের এই নৃত্যনাট্য দর্শকদের হৃদয় স্পর্শ করে। কবিতাটির আবৃত্তি পরিচালনা করেন সঞ্চিতা সরকার এবং কণ্ঠ দেন তিনি নিজে ও সৌমেন চট্টোপাধ্যায়।

সন্ধ্যার আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অভিনেতা অজয় ভট্টাচার্য্য, চলচ্চিত্র পরিচালক বিশ্বরূপ সিনহা, কবি ও বাচিক শিল্পী সঙ্গীতা বসুরায় ও সুমিতা পয়ড়্যা, লেখক চঞ্চল কুমার ঘোষ সহ আরও অনেকে। এদিন চলচ্চিত্র পরিচালক বিশ্বরূপ সিনহা জানান, আগামী বছর মুক্তি পেতে চলেছে মধুমিতা দেবের লেখা ‘ভড়’ গল্প অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্র, যেখানে অভিনয় করবেন অজয় ভট্টাচার্য্য।

সংস্থার কর্ণধার সঞ্চিতা সরকার ও মধুমিতা দেব জানিয়েছেন, বর্তমান সময়ে স্বল্প দৈর্ঘ্যের নৃত্যনাট্য ও কাব্য নাটিকার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাঁদের লক্ষ্য দেশের বিস্মৃতপ্রায় পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীকে স্বল্প দৈর্ঘ্যের কাব্য নাটিকার মাধ্যমে দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরা।

প্রথম বর্ষের আয়োজন হিসেবে ‘মন কলমের বার্তা’-র পরিবেশনা যথার্থই প্রশংসার দাবিদার।

Leave a Reply