রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবির

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সাধারণত কোনো ক্লাব বা প্রতিষ্ঠানের উদ্যোগে রক্তদান শিবির আয়োজনের খবর পাওয়া যায়। কিন্তু ব্লক এবং সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের খবর শোনা যায় না। সেক্ষেত্রে রাজনগর ব্লক ও সমিতির উদ্যোগে এবার পঞ্চম তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।’রক্ত দান জীবন দান’- এই উদ্দেশ্যেই মূলত ব্রতী হয়ে রাজনগর ব্লক প্রশাসন ও রাজনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে পঞ্চম তম রক্তদান শিবির আয়োজিত হলো শনিবার রাজনগর ব্লক চত্বরের রাজীব গান্ধী সেবা কেন্দ্রের সভাকক্ষে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।যানিয়ে কমবেশি সকলেই পুজোর মধ্যে ব্যস্ত হয়ে পড়েন। তাই সেকথা মাথায় রেখে পুজোর দিনগুলোতে জেলা ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের ঘাটতি দেখা না দেয় তারই পরিপ্রেক্ষিতে এরূপ রক্তদান শিবিরের আয়োজন বলে জানা যায়।এদিন শিবিরে রক্তদান করেন স্বয়ং রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী। পাশাপাশি রাজনগর ব্লক, পঞ্চায়েত সমিতি এবং পূজা কমিটির সদস্যরাও রক্ত দান করেন। রাজনগর থানার ওসি তাপস দত্তের কন্যাও এদিন রক্ত দান করেন। প্রত্যেক রক্ত দাতাদের হাতে শংসাপত্র, টিফিন ও একটি করে গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কাশিদ হোসেন, রাজনগর থানার ওসি তাপস দত্ত, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, রাজনগর হাসপাতালের ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার তন্ময় মুখার্জি সহ অন্যান্যরা।

Leave a Reply