১৬ নম্বর জাতীয় সড়কের(মুম্বাই রোডে)জিঞাদা বাজারে পথ দুর্ঘটনা,আহত-৩,গুরুতর-১, ৩ টি দোকান ধুলিসাৎ। বাজারে সিগন্যাল সিস্টেম চালুর দাবী নাগরিক সুরক্ষা কমিটির।

জুলফিকার আলি   ১৩ সেপ্টেম্বর,সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের(মুম্বাই রোডে)কোলাঘাট থেকে মেচগ্রাম অভিমুখে হরিয়ানার একটি বড় লরি জিঞাদা বাজার সংলগ্ন ক্রসিং-এ গার্ড রেলের উপর দিয়ে তিনটি দোকানের উপর সজোরে ধাক্কা মেরে উঠে যায়। ঘটনাস্থলেই ৩ জন আহত হয়। রঞ্জিত মাইতি নামে দক্ষিণ জিঞাদায় বাসিন্দা ১ জনের আঘাত গুরুতর। ওর শরীরের নানা জায়গায় ছড়াছড়ি ও আঘাতের চিহ্ন রয়েছে। দেবব্রত সামন্ত,সিদ্ধার্থ সামন্ত নামে আহত অপর ২ জনেরই বাড়ি উত্তর জিঞাদায়। দেবব্রতর মাথায় আঘাত লেগেছে। ১ টি চা দোকান,একটি মোবাইল দোকান,১টি কম্পিউটার দোকান একেবারে মাটির সাথে মিশে গিয়েছে। ঘটনার পরপরই জাতীয় সড়কের ওই দিকের রাস্তা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায়। পরে পাঁশকুড়া থানার পুলিশ গাড়িটিকে সরিয়ে নিয়ে যায়। এবং গাড়ির চালককে আটক করে। গুরুতর আহত রঞ্জিত মাইতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পাঁশকুড়া থানার পুলিশ। বর্তমানে রঞ্জিত তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে,আজ জিঞাদা বাজারের ওই মোড়ে পৌনে দশটা নাগাদ গার্ড রেলে একটি বড় লরিটি সজরে ধাক্কা মেরে ওই তিনটি দোকানকে ভেঙে গুঁড়িয়ে দেয়। দোকানের ভেতরে থাকা কয়েকজন খালে ঝাঁপ দিয়ে কোনরকমে প্রাণে বাঁচে। 
        নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান,প্রায় মাঝখানেক আগে সিদ্ধা বাজারে  সন্ধ্যের সময় অনুরূপ ঘটনা ঘটে তিনজন প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আজ আবার এই ধরনের দুর্ঘটনা ঘটলো। আমাদের দাবী,জনবহুল বাজারগুলিতে সিগন্যাল সিস্টেম চালু করা হোক। পাশাপাশি নারায়ণবাবু দাবী করেন,আজকের দুর্ঘটনায় গুরুতর আহতকে ১ লক্ষ,অন্য আহতদের ৫০ হাজার টাকা এবং দোকানদারদের উপযুক্ত ক্ষতিপূরন দিতে হবে।

Leave a Reply