, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কোলকাতার ‘রোটারি সদন’-এ ‘গুরু শ্রদ্ধাঞ্জলি’ অর্পণ করল ‘বেনারস ঘরাণা’-র অন্যতম খ্যাতনামা সঙ্গীত প্রতিষ্ঠান ‘স্বর্গীয় পণ্ডিত বুন্দি মহারাজ বিদ্যাপীঠ’।
তবলা সম্রাট প্রয়াত পণ্ডিত বুন্দি মহারাজ, পণ্ডিত মোহনলাল মিশ্র ও পণ্ডিত দামোদর মিশ্র-র অমর স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর ‘গুরু শ্রদ্ধাঞ্জলি’ নামাঙ্কিত সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা করে আসছে এই বিদ্যাপীঠ।
প্রয়াত পণ্ডিত দামোদর মিশ্র ও মোহনলাল মিশ্র-র যোগ্য উত্তরসূরি রূপে অনুষ্ঠানে দ্বৈতকণ্ঠে সঙ্গীত পরিবেশন করে নিজেদের প্রতিভার ঝলক দেখান পণ্ডিত দীপক মিশ্র এবং পণ্ডিত প্রকাশ মিশ্র।
বিদ্যাপীঠের তরফ থেকে জানানো হয়েছে, ‘বারানসীর কবিরচৌড়া-র মূল নিবাসী এই মিশ্র পরিবার ৫ শো বছরের বেশি সময় ধরে উচাঙ্গ সঙ্গীতের ‘বেনারস ঘরাণা’-র ধারক ও বাহক হয়ে সঙ্গীতের সেবা করে আসছে।’
অনুষ্ঠানে বিভিন্ন রাগ রাগিণীর উপর নিজেদের পারদর্শীতা প্রমাণ করার প্রচেষ্টা করেন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীগণ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠ সঙ্গীতের পাশাপাশি তবলায় নজর কাড়েন পণ্ডিত গোপাল মিশ্র, কল্যাণকুমার চৌধুরী ও হংসিকা মিশ্র।










