মায়ার চাদর
কাকলি ভট্টাচার্য্য (কলকাতা)
সেদিন ছিল মায়ার চাদরে খেলা,
দুরন্ত এক ফল্গু নদীর স্রোত;
আলগা চাহনী যা কিছু না বলা,
শরীরী ভাঁজে লুকিয়ে রেখেছি তাই রোজ।
সেদিন ছিল এমনই বাতাস গুমোট
চেয়েছিল মন ভিজতে তোমার ধারায়,
এলোমেলো এক বেনামী ঝড়ের দাপট
মুক্ত পাখিও বন্দী হলো খাঁচায় ।
সেদিন ছিল ইচ্ছেরা বুনোহাঁস
হতেই পারত পদস্খলন পথে,
এসেগেলো যত খুচরো অজুহাত
দূরত্ব বাড়ে আলোকবর্ষ মেপে।
সেদিনের সেই পূর্ণিমা সন্ধ্যায়
রেখেছিলে রিক্তের কাঁধে হাত,
সাহসী সূচনা ছিল তোমার ভূমিকায়,
কেড়ে নিয়ে আমার স্বপ্নের সব রাত।
আজ যখন তোমার পাশের পাড়ায়,
উঁকি দিলো মুহূর্তদের ভিড়,
অতীত স্মৃতির হলুদ রঙের খাতায়
আজও ভাঙ্গা সেই আহত পাখির নীড়।