ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া খিদিরপুর ওড়িয়া স্কুলের ৫৪ জন ছাত্রীর জন্য নারী ক্ষমতায়ন এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে স্কুল সার্জনের সাথে একটি পিকনিকের আয়োজন করেছে।
পারিজাত মোল্লা,
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া শনিবার নারী ক্ষমতায়ন এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় খিদিরপুর ওড়িয়া স্কুলের ৫৪ জন ছাত্রীকে স্কুল ব্যাগ, ছাতা, জলের বোতল, ক্যাপ এবং কলম বিতরণ করেছে। শিক্ষক দিবসের দ্বিতীয় দিনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কাম জোনাল হেড কলকাতা জোন লোকনাথ সাহু বলেন যে আজকের শিশুরা আগামীকালের ভবিষ্যৎ। তারা ভালো নাগরিক হয়ে দেশ গড়বে। তরুণদের জন্য, তাদের গুরু হলেন ঈশ্বর। বড় হয়ে তোমার গুরু এবং বাবা-মাকে ভুলে যেও না। কলকাতা মেট্রো জোনাল প্রধান সন্তোষ কুমার সাহু, হাওড়া আঞ্চলিক প্রধান সুরেন্দ্র সিং গোস্বামী, গ্রেটার কলকাতা আঞ্চলিক প্রধান অমিত কুমার, ওড়িয়া ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ক্লাবের সভাপতি কে.সি. বেহেরা, সাধারণ সম্পাদক পুষ্কর তারাই, খিদিরপুর ওড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ কুমার শেঠি শিশুদের পড়াশোনার উপকরণ প্রদান করেন এবং তাদের সুনাগরিক হওয়ার পরামর্শ দেন। ইউনিয়ন ব্যাংকের নারী ক্ষমতায়ন কর্মকর্তা রুবিরা ধানী সভাটি পরিচালনা করেন। সভা শেষে, ব্যাংক ৫৪ জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের বাসে করে পিকনিকে নিয়ে যায়, প্রথমে আরবিআই জাদুঘর এবং পরে সায়েন্স সিটিতে।