ভুয়ো তোলাবাজ সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার কে ধরলো মঙ্গলকোট পুলিশ
পারিজাত মোল্লা ,
ফের অপরাধ দমনে সাফল্য পেল মঙ্গলকোট থানার পুলিশ। গত বুধবার সন্ধ্যায় মঙ্গলকোট থানায় অভিযোগ আসে যে, মঙ্গলকোট থানার অধীনে খাতিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি স্বর্ণালঙ্কারের দোকানে এক অজ্ঞাত ব্যক্তি মোটরবাইক নিয়ে উপস্থিত হয়ে নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার পরিচয় দিয়ে দোকান মালিকের নিকট থেকে জোরপূর্বক ₹২২,০০০/- টাকা আদায় করে পালিয়ে যায়।ঘটনার পরপরই মঙ্গলকোট থানায় মামলা রুজু হয় এবং দ্রুত তদন্ত শুরু করা হয়। তদন্তের ধারাবাহিকতায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আই.সি. মঙ্গলকোট থানার নেতৃত্বে পুলিশ টিম অপরাধীকে হুগলী জেলার বেদ্যাবাটি এলাকা থেকে গ্রেপ্তার করে, আদায়কৃত টাকা উদ্ধার করা হয় এবং ব্যবহৃত মোটরবাইক জব্দ করা হয়।
অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইসি মধুসূদন ঘোষ মহাশয়।