মঙ্গলকোটে কৃষকদের উন্নতি করণে কৃষি আলোচনা চক্র
সেখ রাজু ,
বুধবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে অ্যাডভান্স পেস্টিসাইডের পক্ষ থেকে সাথী ফার্টিলাইজার ও পেস্টিসাইডের উদ্যোগে কৃষকদের উন্নতি করণে কৃষি আলোচনা চক্রের আয়োজন করা হয় পাশাপাশি মঙ্গলকোট ‘কৃষিকথা’ নামে একটি ফার্মার প্রডিউসার কোম্পানির শুভ উদ্বোধন করা হয় । শুধুমাত্র ফসল উৎপাদন নয় পাশাপাশি ফসলের বাজারজাত করার বিভিন্ন প্রক্রিয়া ও কৃষিতে আধুনিকীকরণ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন উপস্থিত ব্যক্তিত্বরা । কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করনে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? সে সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হয় ।
উপস্থিত ছিলেন সাথী ফার্টিলাইজার ও পেস্টিসাইড সিইও শেখ গোলাম রসূল, এমডি শেখ গোলাম নবী, মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাথ, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইব্রাহিম খান, অ্যাডভান্স পেস্টিসাইডের জিএম সৌমেন মুখার্জি, সমাজসেবী মোঃ আশরাফ মিয়া সহ অন্যান্যরা ।মঙ্গলকোট কৃষি আধিকারিক বলেন -” মঙ্গলকোটের মাটি কৃষি কাজের মাটি । এই মাটিতে শুধুমাত্র ধানকে প্রাধান্য না দিয়ে অন্যান্য চাষের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি জৈব স্যারের মাধ্যমে কৃষিতে আধুনিকীকরণ ঘটানো সম্ভব । এ বিষয়ে কৃষকরা দৃঢ়তার সঙ্গে এগিয়ে এলে এলাকায় কৃষিকাজে উন্নতি ঘটবে” ।