আর্থিক প্রতারণা মামলায় আইনী রক্ষাকবচ পেলেন মিঠুন চক্রবর্তী
মোল্লা জসিমউদ্দিন,
বুধবার কলকাতা হাইকোর্টে বড়সড় আইনী স্বস্তি পেলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । রাজ্যের উচ্চ আদালত জানিয়েছে -‘ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ’। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন তাঁরই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রী। উত্তর কলকাতার চিৎপুর থানায় অঅভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। এই পরিপ্রেক্ষিতে অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেই মামলাতেই আপাত আইনী স্বস্তি পেলেন। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর দাবি, -‘মিঠুন ও তাঁর আইনজীবী বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের দায়িত্ব দেন’। প্রথম দফার কাজের পারিশ্রমিক পেলেও, পরে অতিরিক্ত কাজ করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ সুমনের। সেই কাজ শেষ করতে গিয়ে তাঁকে স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয়, তবেই জোগাড় হয় প্রয়োজনীয় অর্থ।অভিযোগ, -‘অতিরিক্ত কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর থেকে প্রাপ্য ছিল প্রায় ৩৫ লক্ষ টাকা। কিন্তু সেই টাকা আজও পাননি তাঁরা’। অভিযোগ, পরে সুমনের স্ত্রী টাকা চাইতে গেলে তাঁকে অপমানিত হতে হয়। এর পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন।গোটা ঘটনায় প্রাথমিক অভিযোগকারীর ভূমিকা নিয়েছেন সুমনের স্ত্রী। গত সোমবার তিনি শিয়ালদহ আদালতের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন।আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ।