TLM ব্যবহার করতে উৎসাহ কাটোয়া পশ্চিম চক্র
পুলকেশ ভট্টাচার্য্য, কাটোয়া – কাটোয়া পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা মহাশয়া ফেন্সি মুখার্জি সরকারি প্রাথমিক শিক্ষাকে আরও যাতে মজবুতভাবে মনোনয়নের পথে নিয়ে যাওয়া যায় তার জন্য অভিনব প্রচেষ্টা শিক্ষকরা TLM অর্থাৎ টিচার্স লার্নিং মেটেরিয়ালস এর মানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ছবি মডেল আরো বিশেষভাবে জিনিস যেমন আম, জাম, কাঁঠাল , সংখ্যা, বর্ণ, অক্ষর বিভিন্ন আরো বিভিন্ন জিনিস হতে পারে একে বলা হয় TLM । আবার বলা যেতে পারে শিক্ষা প্রদানের জন্য যেসব জিনিস ব্যবহার করা যায় সেগুলিকে TLM বলা হয়। যেসব শিক্ষকরা চাকরি করছেন বিভিন্ন স্কুল-কুলে সেই সমস্ত শিক্ষকদের যাতে TLM ব্যবহার করে তার জন্যে উৎসাহ দেন। তিনি আরো বলেন এতে বিশ্বাস হবে কিভাবে কিছু মিউনিসিপালিটি ও কিছু গ্রাম পঞ্চায়েত এর জন্য ভীষণভাবে উপকৃত হবে। এটা ইতিবাচক প্রচার দরকার। শিক্ষা বিষয়ক পড়াশোনার ব্যাপারটা গোড়ায় ধরতে হবে। যাতে করে শিক্ষার মান বৃদ্ধি পাবে।