খুঁদেদের হাত ধরে পালিত হলো কাটোয়া মহকুমায় অরণ্য সপ্তাহ
পুলকেশ ভট্টাচার্য্য,কাটোয়া – কম বেশি গোটা কাটোয়া মহকুমা জুড়ে পালিত হল অরণ্য সপ্তাহ অরণ্য সপ্তাহের নাম ছিল অপারেশন গ্রীন সকল ছাত্র-ছাত্রীদের তাদের মায়ের সঙ্গে সম্মিলিতভাবে বিদ্যালয়ে কিংবা বাড়িতে কিংবা বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় বা পাবলিক প্লেসে চারা গাছ রোপন করতে হবে এবং তার ছবি প্রমাণ হিসেবে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে পৌঁছাতে হবে এবং ইকো ক্লাব মিশন ফর লাইফ এই সরকারি ওয়েবসাইটটিতে আপলোড করতে হবে এবং তারপরেই ওখান থেকে আপলোড করা ছবির একটা সার্টিফিকেট কপি তৈরি হবে সেইটা ডাউনলোড করে যথারীতি ছাত্র-ছাত্রীদের হাতে দিতে হবে।
কাটোয়া পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর মন্ডল জানান ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকেই আমাদের কাজ শুরু হয়ে গেছে যেমন যাতে গাছ কিনতে না হয় বাচ্চাদের তার জন্য আমরা বলেছিলাম যে এই সময় প্রচুর আম, জাম, কাঁঠাল বাড়িতে খাওয়া হয় সেই বীজ দিয়ে চারা তৈরি করে সেটা পরবর্তীকালে স্কুলে রাস্তায় বাড়িতে ফাঁকা জায়গায় লাগানোর কথা বলা হয়েছিল এবং স্কুলগুলিতে বিজ থেকে চারা তৈরি করে বাচ্চাদের হাতে দেওয়া এবং তাদেরকে শেখানো তাদের যত্ন করা এই সমস্ত ব্যাপারে জোর দিয়েছি অরণ্য সপ্তাহ 15 জুলাই থেকে শুরু হয়েছে আমরা ফরেস্ট অফিসের মাধ্যমে স্কুলে স্কুলে প্রচুর গাছের চারা আমরা পৌঁছে দিতে পেরেছি আর আমরা “এক পের মা কি নাম” আমরা এই কনসেপে কাজ করে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের তাদের মায়েদের সঙ্গে গাছ লাগাতে পেরেছি এবং স্কুল থেকে মায়েদের ভালো করে বুঝিয়ে বলে দেয়া হয়েছে যে কিভাবে চারা গাছটিকে যত্ন করা যায়। যার দ্বারা গাছটি বৃহৎ বৃক্ষ রূপ নেবে।
এই প্রসঙ্গে
“কাটোয়া পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকা ফেন্সি মুখার্জি জানান যে বিশ্ব উষ্ণায়নের ফলে যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষ তবুও ওয়াকিবহল নয় তাই আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত দিয়ে গাছ লাগানো এবং তার যত্ন করা কথা স্কুলে স্কুলে বলেছি এবং আমরা তাতে ভালো সাড়াও পেয়েছি । এই বাচ্চাদের ছোট বয়স থেকে গাছের প্রতি ভালোবাসা জন্মালে পরবর্তীকালে এরাই প্রচুর গাছ লাগাবে এবং গাছ দেখাশোনা করবে” ।
মঙ্গলকোট ৩ নং চক্রের পালিশ গ্রাম দাসপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় অরণ্য সপ্তাহ উপলক্ষে যে পড়ুয়ারের মধ্যে যারা বিতরণ করা হয় এবং কিছু যারা বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে রোপন করে ছাত্র ছাত্রীরা। তার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মধ্যে যে চারাগুলি বিতরণ করা হয় সেগুলি তারা মায়েদের সাথে রোপনের কর্মসূচি পালন করে।
কাটোয়া, দাঁইহাট ও অগ্রদ্বীপে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও পালিত হল অরণ্য সপ্তাহ ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিদ্যালয়ে চত্বর যেন পরিণত হলো এক টুকরো সবুজ বাগানে পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থা ও আদি ছন্দা ফাউন্ডেশনের সৌজন্যে প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী ও পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয় শিশুরা হাতে হাতে গাছ লাগিয়ে প্রকৃতির সুরক্ষার অঙ্গীকার করে এক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা মুক্তা মন্ডল উনি বলেন “এই ছোট থেকেই যদি শিশুদের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা গড়ে তোলা যায় তবে ভবিষ্যতের পৃথিবী অবশ্যই আরো সবুজ ও সুন্দর হবে”এই অরণ্য সপ্তাহ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল প্রকৃতির সঙ্গে এক নব সম্পর্ক গড়ে তোলার এক অনন্য প্রচেষ্টা। ছাত্র-ছাত্রীদের মুখে আনন্দের হাসি এই প্রচেষ্টার প্রকৃত পুরস্কার।
কাটোয়া পৌরসভার পৌর প্রধান ও উপ পৌর প্রধান সহ 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিল এর হাতে খেলোয়াড়রা গাছের চারা তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে সংস্থা।