নগ্নতা


✍️ উজ্জ্বল সামন্ত

কিছু রোজগার কিছু আনন্দ,
অখ্যাত কখনো বিখ্যাত, উন্মত্ত ।
রুচি সংস্কার সংস্কৃতি মান সম্মান,
অকাল বিসর্জন লিঙ্গের অপমান।।

রিলিস ভিডিও ছবির দাপাদাপি,
নগ্নতার নিদর্শনে চলছে না বিরতি!
ভিউ লাইক কমেন্টস এ আগ্রহী
পন্থা অবলম্বনে কখনো ঘোর বিপত্তি।।

সোশ্যাল মিডিয়া সহজলভ্য মাধ্যম,
ঘন্টা দিন অতিবাহিত কুঁড়েমির লক্ষণ।
চিন্তা, চেতনার লোপ সতর্কতা বেপরোয়া
সৃষ্টির আনন্দ ভয়ানক নেশা ,আত্মহারা ।।

মোহের ঘোর পোষাকের অপমান
শরীরী প্রদর্শনী দর্শকের আহ্বান।
সভ্যতার নগ্নতা বৈধতা না অবৈধ
গভীর প্রশ্ন চিহ্নে আগামীর প্রজন্ম !!

Leave a Reply