ভারতীয় সেনার উদ্দেশে ‘শৌর্য গাথা’ – নিবেদনে রবীন্দ্রভারতী সোসাইটি
ভারতীয় সেনাবাহিনী সদাজাগ্রত ভারত ভূখণ্ডের আপৎকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায়। দেশের সীমান্তরক্ষা কাজে যেমন অতন্দ্রপ্রহরায় রত; তেমনই দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগ, দাঙ্গা-হাঙ্গামা, সন্ত্রাস ইত্যাদি দমন কাজে সেনাবাহিনীর ভূমিকা অবদান অনস্বীকার্য। সাম্প্রতিক সময়ে কাশ্মীর ভূখণ্ডে ঘটে যাওয়া বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ ক’রে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি তাদের লাইব্রেরি ঘরে বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করে ‘শৌর্য গাথা’ শিরোনামে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিভিন্ন কবিতা ও গান সমন্বয়ে একটি আলেখ্য পরিবেশিত হয় অনুষ্ঠানে। নানা পর্বে অংশগ্রহণ করেন সুপ্রিয়া চক্রবর্তী, জয়া গুপ্ত, অভিষিক্তা দে, সোমা চক্রবর্তী, সুপর্ণা চট্টোপাধ্যায়, সোমা সরকার, সাবিনা সৈয়দ, পৃথা সিনহা দাস ও ঐন্দ্রিলা রায়। কবিতা ও গানে অংশগ্রহণ সহ সামগ্রিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সৌমিত রায় ও বুলা বাগচী, তবলায় সমীর চ্যাটার্জী। অনুষ্ঠানের শুরুতে সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় আজকের এই আয়োজনের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন সোসাইটি তার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা ও সৌভ্রাতৃত্ববোধ রক্ষার কাজটি করে চলেছে। ডঃ সমীর শীল একটি কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানান।সদস্যা ইতি সাহার লেখা কবিতা পাঠ করেন শ্রীমতি পারমিতা সমাদ্দার।সোসাইটির সদস্য ছাড়াও বাইরের বহু মানুষ উপস্থিত ছিলেন এবং সোসাইটির এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।