আতমা প্রকল্পে শিক্ষামূলক ভ্রমণ : মঙ্গলকোট ব্লক

সেখ রাজু,

পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের অগ্রণী কৃষকদের নিয়ে কৃষি সম্পর্কিত শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র এবং মঙ্গলকোট ব্লক কৃষি দপ্তর । মঙ্গলকোট ব্লক আত্মা প্রকল্পে এদিন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বর্ধমানের সাব ক্যাম্পাসে এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় । মাঠে ময়দানে কৃষকরা সরাসরি কাজ করার সুবিধার্থে ব্যবহারিক জ্ঞান থাকলেও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞানের যে ত্রুটি তা সমাধানের লক্ষ্যেই আজকের এই কর্মসূচি । আধুনিক কৃষিবিজ্ঞান, ব্যবহারিক কৃষিকাজে প্রয়োগ করতে না পারলে সর্বদা কৃষিকাজ পিছিয়ে পড়বে । এতে শুধুমাত্র সীমাবদ্ধ এলাকার ক্ষতি নয়, সমগ্র দেশে তার প্রভাব পড়বে । সেই উদ্দেশ্যে কৃষিকে আধুনিকীকরণ এবং যান্ত্রিকরণ এর বিষয়গুলো পর্যালোচনার পাশাপাশি ব্যবহৃত ক্ষেত্রে কৃষি কাজ করার সময় যেসব সমস্যায় পড়ছেন কৃষকরা তা সমাধান জৈব এবং অজৈব প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে সম্ভব সে বিষয়েও উপস্থিত ব্যক্তিত্বরা আলোকচিত্রের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন । বিভিন্ন ব্যক্তিত্বদের উপস্থিতির পাশাপাশি মঙ্গলকোট ব্লক কৃষি কর্মাধ্যক্ষ ইব্রাহিম খান, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সহ অগণিত কৃষকদের উপস্থিতিতে আজকের এই কর্মসূচি সাফল্যমন্ডিত পায় । শুধুমাত্র কৃষকদের পুঁথিগত শিক্ষা প্রদান নয় পাশাপাশি বিভিন্ন ল্যাব ও কৃষিকাজের আধুনিকীকরণে নিত্যনতুন বিভিন্ন প্রক্রিয়া সরাসরি কৃষকরা সরিজমিনে প্রদর্শন করেন ।

মঙ্গলকোট ব্লক কৃষি অধিকারীক তথাগত নাথ জানান কৃষি হল বিশ্বের প্রাণ । কৃষিকাজের মধ্যে আধুনিকীকরণ না এলে কৃষিকাজ এগিয়ে যাবে না । তাই মঙ্গলকোট ব্লকের অগ্রণী কৃষকদের নিয়ে আজকের এই শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে আগামী সময় কৃষিতে জনজোয়ার নিয়ে আনার জন্যই আমাদের এই কর্মসূচি ।

Leave a Reply