চিটফান্ড কান্ডে প্রতারিতদের অর্থ ফেরানো কমিটির কাজকর্ম নিয়ে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন,
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠে চিটফান্ড বিষয়ক মামলা। রোজভ্যালি আর্থিক দুর্নীতিতে আমানতকারীদের টাকা ফেরাতে কলকাতা হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির কাজকর্ম নিয়ে এবার প্রশ্ন তুলল ডিভিশন বেঞ্চ । এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সেই কমিটির দেওয়া রিপোর্ট খতিয়ে দেখে বিভিন্ন প্রশ্ন তুললো। দশ বছরের আর্থিক লেনদেনের কোনও অডিট না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । এর পাশাপাশি, আদালতের নজরে আসে যে ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত ওই কমিটি অফিস খরচ বাবদ মাত্র ১০ লক্ষ টাকা ব্যয় করেছে। এর পরেই প্রশ্ন ওঠে, তবে কমিটির চেয়ারম্যান তথা বিচারপতি শেঠের বেতন কী ভাবে মেটানো হয়েছে? প্রতুত্তরে আইনজীবী জানান, ‘চকোলেট গ্রুপ’ নামের এক সংস্থা সেই খরচ বহন করেছে।যা শুনে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘কে এই চকোলেট গ্রুপ? হাইকোর্টের কোন নির্দেশে ওই সংস্থাকে গোটা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হল? যার কোনও অস্তিত্বই নেই!’ ডিভিশন বেঞ্চ জানায়, ‘এই কমিটির কাজকর্ম খতিয়ে দেখতে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।’এদিন বিচারপতিরা আরও বলেন, ‘কমিটি যদি হাইকোর্ট নিযুক্ত হয়, তা হলে তাদের পেশ করা রিপোর্ট পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট না হয়ে কী করে শুধুই বিবরণ হয়ে থাকে? কেন অডিট করা হয়নি?’ পাশাপাশি রোজভ্যালিকে নির্দেশ দেওয়া হয়েছে, আদালতে পেশ করা রিপোর্টের কপি মামলার সব পক্ষকে দিতে হবে। বিচারপতিরা বলেন, ‘মানুষ জানুক, কী হচ্ছে, কী চলছে।’শুনানির সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির আইনজীবীও। কারণ, ওই কমিটিতে ইডি-র এক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন। আগামী বুধবার এই বিষয়ে ইডি-র পক্ষ থেকে আদালতে রিপোর্ট জানাতে বলা হয়েছে ।এদিন চকোলেট গ্রুপের আইনজীবীও আদালতে হাজির থাকলেও, তাঁকে আগামী দিনে নিজস্ব অবস্থান স্পষ্ট করে জানাতে নির্দেশ দেন বিচারপতিরা।এদিন আদালতে আলোচনায় প্রসঙ্গে উঠে আসে এমপিএস -এর প্রসঙ্গও । বেআইনি অর্থলগ্নি সংস্থা হিসেবে পরিচিত এমপিএস-র তদন্ত ও তহবিল ফেরতের বিষয়ে বিচারপতি তালুকদারের নেতৃত্বাধীন কমিটির কাজ নিয়েও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, এমপিএস সংক্রান্ত যাবতীয় নথি আগামী বুধবারের মধ্যে সিবিআই হাইকোর্টে জমা দেবে। ওই দিনই এমপিএস সংক্রান্ত মামলাটির শুনানি হবে বলে জানা গেছে ।