‘চার বছর পর কেন অতিরিক্ত চার্জশিট দেওয়ার প্রয়োজন পড়লো?’ কাঁকুড়গাছির মামলায় সিবিআইয়ের উত্তর চান বিচারক

মোল্লা জসিমউদ্দিন,

এবার নিম্ন আদালতে স্পেশাল কোর্টে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক। গত ২ জুলাই একুশে ভোট-পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে ব্যাঙ্কশাল কোর্টের বিচারকের চরম ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই ।কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার শুনানি সিবিআইকে একপর্যায়ে তুলোধনা করলেন বিচারক। চার বছর বাদে কেন অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার প্রয়োজন পড়ল? তাও জানতে চেযেছেন। বিচারকের তিরস্কারে সিবিআইয়ের আইনজীবী চুপচাপ হয়ে যান। তবে অতিরিক্ত চার্জশিটে নাম থাকা বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনকেই সমন পাঠানোর নির্দেশ দিল আদালত।ওই ১৮ জনের মধ্যে রয়েছেন কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষও। । গপ্ত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ওই খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সপ্তাহেই এই মামলার অন্যতম মূল অভিযুক্ত অরুণ দে গ্রেফতার হন। চলতি সপ্তাহে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনের নামে চার্জশিট দেওয়া হয়। শুক্রবার বিচার ভবনে মামলার শুনানির শুরুতেই বিচারক জানতে চান, -‘১৮ জনের মধ্যে কাউকে গ্রেফতার করার চেষ্টা হয়েছিল কি না? ‘ উত্তরে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বলেন, ‘না, তা হয়নি।’ বিচারক তখন জানতে চান, -‘কাউকে গ্রেফতার করার দরকার ছিল কিনা? ‘এর জবাবে তদন্তকারী অফিসার বলেন, ‘না। ওঁরা সহযোগিতা করছিলেন।’অতিরিক্ত চার্জশিটে নাম থাকা ১৮ জনের বিরুদ্ধে কি পদক্ষেপ করা যেতে পারে তা? ও জানতে চান বিচারক। এর জবাবে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, ‘অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট (সমন) জারি করা যেতে পারে।’ এর পরেই সমন জারি করার নির্দেশ দেন বিচারক। ওই নির্দেশের পর সিবিআইয়ের তরফে আদালতকে জানানো হয়, সকলকে চার্জশিট পাঠাতে তাদের মাসখানেক সময় লাগবে। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক বলেন, ‘চার বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন। এটা কী ‘ম্যাটার অফ জোক? তদন্তের অধিকার দেওয়া হয়েছে মানে সেটা আপনাদের খামখেয়ালির উপর নির্ভর করতে পারে না।’ আগামী ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানি। ওই দিন সব অভিযুক্তকে আদালতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।আগামী ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Leave a Reply