খায়রুল আনাম,
বীরভূম : এবারের ১৭১ তম হুল দিবসে অনন্য নজির সৃষ্টি করলো নানুর বিধানসভার আলবাঁধা-সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এবারই প্রথম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে। যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন আদিম জনগোষ্ঠীর ৫০ জন মানুষ। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক (শেখ কাজল), নানুরের বিধায়ক বিধান মাঝি। তারা মানুষের প্রয়োজনে রক্তদানের মতো মহতী কাজে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের এগিয়ে আসাটাকে একটা অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও আদিবাসীদের এই রক্তদান শিবিরকে স্মরণীয় করে রাখতে রক্তদানের স্মারক প্রদান করা হয়। দেওয়া হয় অন্যান্য উপহারও। শেখ কাজল ইতিপূর্বে নানুরের পাপুড়ী গ্রামে শহীদ শেখ সাজু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে মেগা রক্তদান শিবিরের আয়োজন করে, রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্ককে রক্ত শূন্যতা থেকে মুক্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদিন হুল দিবস উপলক্ষ্যে আদিবাসী পুরুষ-মহিলারা তাদের প্রথায় মিছিলও করে।