মঙ্গলকোটে মৈত্রী কাপের সূচনা
পারিজাত মোল্লা,
শনিবার দুই দিনের ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন মঙ্গলকোট থানার আইসি শ্রী মধুসূদন ঘোষ মহাশয়। আয়োজনে মঙ্গলকোট থানা। ৮ দলের খেলায় আজ ৪ টি দল জিতেছে। রবিবার ২ টি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে বলে জানিয়েছেন আইসি মধুসূদন ঘোষ মহাশয়