ইন্টার্নশিপ/কোর্ট ভিজিট শংসাপত্র প্রদান আইন কলেজে
মোল্লা জসিমউদ্দিন ,
বৃহস্পতিবার হাজরা ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনে আইন বিভাগের পড়ুয়াদের ইন্টার্নশিপ /কোর্ট ভিজিট শংসাপত্র প্রদান করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ড: জে.কে দাস, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্রী শ্যামল ঘটক, ড: বরুণ দাস প্রমুখ। পাঁচ বছরের এলএলবি কোর্সের ফাইনাল ইয়ারের পড়ুয়াদের এই শংসাপত্র দেওয়া হয় । জানা গেছে ১২০ জন মত আইনী পড়ুয়াদের এই শংসাপত্র দেওয়া হয়েছে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্রী শ্যামল ঘটক জানান -”পেশাগত জীবন শুরু করার আগে ইন্টার্নশিপ/কোর্ট ভিজিট অত্যন্ত গুরত্বপূর্ণ। আশা করবে পড়ুয়ারা এই সুযোগ কে কাজে লাগাবে “