ডিএ প্রদান আবহে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ প্রকাশের নির্দেশ হাইকোর্টের 

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এক মামলার পরিপেক্ষিতে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিলেন। আসন্ন ১ জুলাই মধ্যে পে কমিশনের সুপারিশ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে সুপারিশ প্রকাশ করা হবে। প্রসঙ্গত,  দেবপ্রসাদ হালদার নামে এক সরকারি কর্মী ষষ্ঠ পে কমিশন প্রকাশ করা নিয়ে মামলা করেন।তাঁর অভিযোগ , -‘অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি। অথচ ডিএ মামলায় রাজ্য দাবি করছে, ষষ্ঠ পে কমিশন তাঁরা মেনে চলছে’। এদিন সেই মামলার শুনানি ছিল।এদিনের শুনানিতে বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন, “কবে রিপোর্ট জনসমক্ষে বা পাবলিক ডোমেনে আসবে?” কিন্তু রাজ্যের তরফে কোনও সদুত্তর মেলেনি। এরপরই বিচারপতি দিন ধার্য করে দেন। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে কাজ করে ষষ্ঠ পে কমিশন।এই মামলার বিচারপতি জানান, “পে কমিশনের সুপারিশ সরকারের কোনও গোপন নথি নয়। তাহলে কীসের এত গোপনীয়তা? এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্যই।” রাজ্যের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, “নিজেদের কাছে কেন রেখেছেন এই রিপোর্ট। এত ভলিউমের রিপোর্ট বানিয়েছেন অথচ না প্রকাশ করলে কীসের যৌক্তিকতা?”  এরপর বিচারপতি আরও জানান , “আমি বোঝার চেষ্টা করছি এতে এত লোকানোর কী আছে?”এখন দেখার রাজ্য সরকার কি করে? 

Leave a Reply