জুনিয়র চিকিৎসক অনিকেতদের বদলীর বিষয়ে রিপোর্ট তলব হাইকোর্টের 

মোল্লা জসিমউদ্দিন, 

সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর বদলি সংক্রান্ত মামলায় রাজ্যের রিপোর্ট  চাইল। সোমবার বিচারপতি  রাজ্যের কাছে রিপোর্ট  চান। পাশাপাশি, মৌখিক ভাবে সিঙ্গেল বেঞ্চ  জানায়, -‘অনিকেত বদলি না নিলে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না’। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে এই বিষয়ে মৌখিক আশ্বাস দিয়েছেন। সম্প্রতি দেবাশিসকে মালদহের গাজোল, আসফাকুল্লাকে হুগলির আরামবাগ এবং অনিকেতকে রায়গঞ্জে ‘পোস্টিং’ দেওয়া হয়েছে।আরজি কর কাণ্ডের তিন প্রতিবাদী চিকিৎসকের পোস্টিং নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়া। এবার অনিকেতের পোস্টিং ইস্যুতেই রাজ্যের থেকে রিপোর্ট  তলব করলেন বিচারপতি । সোমবার এই মামলায় রাজ্যকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট।রাজ্যের উদ্দেশে এদিন বিচারপতি প্রশ্ন করেন, ‘তিন চিকিৎসকের পোস্টিং নিয়ে সিদ্ধান্ত অথবা পদ্ধতির ন্যায্যতা কীভাবে প্রমাণ করবেন?’ সেই সঙ্গেই তিনি জিজ্ঞেস করেন, ‘পোস্টিং কি মেধাভিত্তিক হয় নাকি যাকে যেখানে পছন্দ সেখানে পাঠিয়ে দেওয়া হয়?’ সরকারের থেকে এর উত্তর চেয়েছে হাইকোর্ট।দেবাশিসদের  বক্তব্য, মেরিট লিস্ট অনুসারে রাজ্য পোস্টিং দেয়নি। তাঁরা আরজি কর কাণ্ডের প্রতিবাদের অন্যতম মুখ হওয়ার কারণে ‘ষড়যন্ত্র’ করে অবৈধভাবে পোস্টিং দেওয়া হয়েছে। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনিকেত, দেবাশিস, আসফাকুল্লা।অনিকেতের পোস্টিং ইস্যুর পাশাপাশি দেবাশিস ও আসফাকুল্লার মামলাতেও রিপোর্ট তলব করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে সেই রিপোর্ট জমা করতে হবে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে।এছাড়া আদালতের কাছে অনিকেতের আবেদন, -‘মামলা চলাকালীন আরজি কর হাসপাতালেই যেন তাঁকে কাজ করতে দেওয়া হয় ও এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করা হয়’। সেই আর্জি মেনে নিয়েছে হাইকোর্ট । বিচারপতির  মৌখিক পরামর্শ, আগামী সোমবার অবধি অনিকেতের বিরুদ্ধে রাজ্য যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেয়।রাজ্য তাতে সায় দেয়।

Leave a Reply