পরিবেশ দূষণ রোধে দেশজুড়ে ১০,০০০ গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে ‘ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া’
পারিজাত মোল্লা,
অরণ্য ধ্বংস ও দ্রুত নগরায়নের ফলে আমাদের পরিবেশ আজ বিপদের মুখে। এই পরিস্থিতিতে পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি ও জনমানসে সচেতনতা গড়ে তুলতে, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন, ‘ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া’ ( FOGSI) দেশ জুড়ে সবুজায়ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতের বিভিন্ন শহর, নগর ও গ্ৰামে ১০,০০০ গাছ লাগানো হবে। এতে সক্রিয়ভাবে অংশ নেবেন ৪৬,০০০ স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
এই উদ্যোগে ‘ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া’ র পাশে রয়েছে স্বাস্থ্যসেবা সংগঠন ‘ইন্ডোকো রেমেডিজ লিমিটেড’ ( Indoco Remedies Ltd.)। এই সংস্থা চারা গাছের যোগান দেওয়া থেকে শুরু করে, রোপণ ও রক্ষণাবেক্ষণের কাজে সহযোগিতা করছে। এই যৌথ উদ্যোগ প্রমাণ করে যে, চিকিৎসক সমাজ ও ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলো শুধুমাত্র মানুষের স্বাস্থ্য নয়, এই বিশ্বের প্রতিও অঙ্গীকারবদ্ধ।
এ প্রসঙ্গে ‘ইন্ডোকো রেমেডিজ লিমিটেড’ এর পরিচালন অধিকর্তা অদিতি কারে পানানদিকর বলেছেন, “পরিবেশ ও স্বাস্থ্য হাতে হাত মিলিয়ে চলে। এই উদ্যোগ আমাদের স্থায়িত্বের মূল্যবোধ ও জনগণের কল্যাণের মধ্যে সমন্বয় সাধন করে।”
পশ্চিমবঙ্গে কলকাতা, কল্যাণী, মালদা, পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি মিলিয়ে অবস্টেট্রিক অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটির দশটা শাখা রয়েছে। এর মধ্যে কলকাতার শাখা ‘বেঙ্গল অবস্টেট্রিক গাইনিকোলজিক্যাল সোসাইটি’ র সদস্যরা বিশ্ব পরিবেশ দিবসে সল্টলেকের সেক্টর ফাইভে পঞ্চাশটা গাছ লাগিয়েছেন। এছাড়াও অন্যান্য চারটে শাখা এদিন দু’শোটা গাছ লাগায়। বাকি পাঁচটা শাখা আগামী রবিবার এই কর্মসূচি পালন করবে। আর সারা দেশে একমাস ধরে চলবে এই কর্মসূচি।
এই প্রচারাভিযানের অঙ্গ হিসেবে ৫ জুন বৃহস্পতিবার, ‘বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি’ র পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পরামর্শদাতা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ড. ঋত্বিক ঘোষ হালদার বলেন, “শুধুমাত্র গাছ লাগানোই নয়, সেই গাছকে বাঁচিয়ে রাখা ও তার সঠিক রক্ষণাবেক্ষণ করাই আমাদের মূল উদ্দেশ্য। তাই এমন জায়গায় আমরা গাছ লাগাচ্ছি, যেখানে গাছগুলোর দেখভালের জন্য লোকজন থাকবে।”
‘ইন্ডোকো রেমেডিজ প্রাইভেট লিমিটেড’ এর আঞ্চলিক ব্যবস্থাপক, নিলয় দে জানিয়েছেন, ভারতের বিভিন্ন অঞ্চলের মাটি অনুযায়ী বিভিন্ন ধরণের গাছ লাগানো হচ্ছে। পশ্চিমবঙ্গে আম, জাম, কাঁঠাল, নিম, ছাতিম, আমলকি, বকুল প্রভৃতি গাছ লাগানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্ডোকো রেমেডিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক শুভ্রনীল মুখোপাধ্যায়, রাজীব ব্যানার্জী, কৌস্তভ মুখার্জী, দেবাশিস বসাক, দীপঙ্কর সরকার প্রমুখ।