‘বাক স্বাধীনতার অধিকার থাকলেই কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অনুমতি মেলেনা’, তরুণী গ্রেপ্তারি মামলায় হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন,
মঙ্গলবার কলকাতা হাইকোর্ট গুরুগ্রাম থেকে তরুণীকে গ্রেফতারের ঘটনায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করল। ‘তরুণীর বিরুদ্ধে রাজ্যের অন্য থানায় দায়ের হওয়া মামলার তদন্ত আপাতত স্থগিত থাকবে। তাঁর বিরুদ্ধে নতুন করে আর কোনও মামলা দায়ের করা যাবে না’। রাজ্য সরকারকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য বলেছেন বিচারপতি।তবে কলকাতা হাইকোর্ট এদিন এই মামলার শুনানি পর্বে গুরত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখলো। ‘বাকস্বাধীনতার অধিকার থাকলেই কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অনুমতি মেলে না’, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। পুণের ছাত্রী শর্মিষ্ঠা পানোলির মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছে রাজ্যের উচ্চ আদালত। তাঁর জামিনের আবেদনও মঞ্জুর হয়নি এদিন। বরং দেশের বৈচিত্র্যের কথা শর্মিষ্ঠাকে মনে করিয়ে দিয়েছে উচ্চ আদালত। জানা গেছে, পুণের এই ছাত্রী সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। দেশভক্তি, হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন তিনি। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের প্রশংসা করে তেমনই এক ভিডিওতে নানা কথা বলেছিলেন শর্মিষ্ঠা। কিন্তু তারই মধ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি। অভিযোগ, যথেষ্ট আপত্তিকর এবং অসম্মান জনক মন্তব্য করেন। পরে ভিডিওটি ডিলিট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছে নেটিজেনদের একটা বড় অংশ। শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। পরে এফআইআর দায়ের হয়। পরবর্তীতে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন শর্মিলা। তারপর থেকেই তাঁর সমর্থনে মুখ খুলেছেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত থেকে নেদারল্যান্ডসের এমপি গির্ট উইল্ডার্স।। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে , “আমাদের দেশের একটি অংশের ভাবাবেগে আঘাত লেগেছে। সকলেরই বাকস্বাধীনতা রয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে অন্যদের ভাবাবেগে আঘাত করতে পারেন। আমাদের দেশ বৈচিত্র্যে ভরা।”সেই সঙ্গে আদালত জানিয়েছে, শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে গার্ডেনরিচ ছাড়া বাকি যে এফআইআরগুলি হয়েছে সেগুলির ভিত্তিতে কোনো পদক্ষেপ করা যাবে না। এই একই অভিযোগের ভিত্তিতে আর নতুন করে কোনো এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। ৫ জুন পরবর্তী শুনানি হবে এই ইস্যুতে, ওইদিন কেস ডায়েরি পেশ করতে বলা হয়েছে রাজ্যকে।