ওয়েস্ট বেঙ্গল এম,আর ডিলার্স এ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির ডাকে স্মারকলিপি পেশ
ভাতার সমবায় অফিসে বেশ কয়েক দফা দাবি নিয়ে ।কর্মসূচি চলল সোমবার বারোটা পর্যন্ত।
রাজ্য কমিটির ডাকে বেশ কয়েক দফা দাবি নিয়ে ভাতার ব্লকের ওয়েস্ট বেঙ্গল এম, আর ডিলার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে স্মারকলিপি পেশ করা হল ভাতার সমবায়ে।
তাদের মূল দাবী ছিল খাদ্যদ্রব্য বরাদ্দ করার দুই দিন আগে রেশন ডিলারদেরকে জানাতে হবে।
রেশনের যে সমস্ত খাদ্যদ্রব্য দেওয়া হয় তাদের ওজন ঠিক ঠাক দিতে হবে।
এই দাবি নিয়ে তারা স্মারকলিপি প্রদান করেন।
উপস্থিত ছিলেন ভাতার ব্লকের সমস্ত রেশন ডিলার।
ভাতার ব্লকের সাধারণ সম্পাদক হর্ষনাথ ঘোষ জানান,
আমরা আমাদের দাবিগুলো নিয়ে আজ ভাতার সমবায় জানাতে এসেছি ।
যদি তার সুরাহা হয় তাহলে খুব ভালো, না হলে আগামীতে আমরা রাজ্য স্তরে আন্দোলন করবো।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।