ভাতারের বেলেন্ডা গ্রামে ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক ব্যক্তি, ঘটনায় এলাকায় শোকের ছায়া।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রবিবার পাঁচটা চল্লিশ মিনিটে এলেন জিআরপির আধিকারিকরা।

বর্ধমান কাটোয়া রেল শাখায় কাটোয়া থেকে বর্ধমান অভিমুখে যাচ্ছিল লোকাল ট্রেন।
সেই ট্রেনের ধাক্কায় ব্যালেন্ডা গ্রামের বাসিন্দা সুভাষ দাস, আনুমানিক বয়স ৪৩।
বাড়ির লোকজনদের দাবি লাইন পেরোতে গিয়ে এই ঘটনা ঘটেছে।

তবে এই ঘটনার খবর এলাকায় ছড়াতেই এলাকায় শোকের ছায়া।

জিআরপি দেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে।

ওই ব্যক্তির বাড়িতে রয়েছে তার মা, স্ত্রী এক ছেলে ও এক মেয়ে।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply