মহাকবি কাশীরাম দাসের স্মরণ

সেখ রাজু,

১৭ ই এপ্রিল বৃহস্পতিবার মহাকবি কাশীরাম দাসের স্মরণে পূর্ব বর্ধমানের কাটোয়ার সিঙ্গি বাজারে জি কাটোয়া উজ্জীবন ২০২৫ এর আয়োজন করা হয় । বাংলার হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, সমাজসেবার মূল্যবোধ এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে উজ্জীবিত করা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য । বিভিন্ন গুণীজনের উপস্থিতিতে নৃত্য, গান কৌতুক, বাউল সংগীত, যাত্রাপালা কবির জীবনী আলোচনা সহ বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে এই অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে । অনুষ্ঠানের শুরু ভালোভাবে হলেও ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা ভাটা পড়ে । যদিও সময়সূচিকে সামনে রেখে অনুষ্ঠানের কিছু অংশ বাদ দিয়ে বাউল সংগীত ও যাত্রা পালার মাধ্যমে কবি প্রণাম পরিসমাপ্তি হয় । এই মঞ্চে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশগ্রামের ভূমিপূত্র শেখ নুরুল ইসলাম সাহেবের তৃতীয় কাব্যফসল ক্ষণিকের মুসাফির উদ্বোধন করেন উপস্থিত গুণীজনেরা । নিসর্গ কুহুতান ও মা জননীর পর ক্ষণিকের মুসাফির পাঠকের কাছে এক নতুন দিগন্তের চোখ খুলে দেবে বলে আশা করা যায় । বাংলার হারিয়ে যাওয়া যাত্রাশিল্পকে পুনরায় ফিরিয়ে নিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমরা যাত্রা ভালবাসি কমিটির সদস্যরা । এদিন এই কমিটি তরফ থেকে উন্মুক্ত মঞ্চে সংসার চিতায় জ্বলছে সীতা এই যাত্রাটি পরিবেশন করা হয় । বাঙালির স্বাভাবিক জীবনযাত্রার কথা যাত্রাপালার মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই কমিটির প্রয়াস সাধুবাদ যোগ্য ।

Leave a Reply