মানুষের হৃদয়ে ঈশ্বরের বাস,সে যে ধর্মেরই হোক।যে, আল্লাহ্,সেই খ্রীষ্ট,সেই পরমেশ্বর। আমরা সবাই একই বৃন্তের।তাই সম্প্রতি খুশির ঈদে তিন হিন্দু পরিবার অন্যান্য উৎসবের মতন দুঃস্থ,অনাথ,পথের মানুষদের জন্য মাজার মানে আল্লাহর দরবারে গরীব মানুষদের জন্য বস্ত্র,ফল,বিরিয়ানি,শিমুই নিয়ে পথ শিশুদের ও অনেক পরিবারের পাশে দাঁড়ালেন অন্ন , বস্ত্র,এই সব দ্রব্য – সামগ্রী নিয়ে।ধর্ম না দেখে যে তিন হিন্দু পরিবার তাঁদের পাশে দাঁড়ালেন তাঁরা হলেন স্বর্গীয় শম্ভুনাথ রায় গুপ্ত ও তাঁর স্ত্রী শুক্লা রানী রায় গুপ্তের সুযোগ্য পুত্র পরমার্থ রায় গুপ্ত ও ওনার সহধর্মিনী বীনা দত্ত দ্বিতীয় পরিবার সুজয় বিশ্বাস ও তাপসী বিশ্বাসের সুযোগ্য পুত্র জয়দেব বিশ্বাস ও তাঁর সহধর্মিনী টুসি দাস এবং জাতরু সিংহ ও মন্তেশ্বরি সিংহর সুযোগ্য পুত্র সঞ্জয় সিংহ।এই তিনটি পরিবার যারা সব ধর্মের মানুষের সেবায় ব্রতী হয়েছেন নিঃস্বার্থ ভাবে।এই কাজ প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের একটি অংশ।