পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ডক্টর এপিজে আবদুল কালাম মহাশয় এর স্মৃতি স্মরণে পহেলা এপ্রিল ২০২৫ পালিশগ্রাম বড় হাটতলা প্রাঙ্গণে বৈকাল ৪ ঘটিকায় কৃতিমূখ পরিবারের পক্ষ থেকে তৃতীয় বার্ষিক কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনী মাননীয়া সোনালী কাজী মহাশয়া দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়া সম্পাদিকা এবং পালিশ গ্রামের এক কৃতি সন্তান পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি মাননীয় শ্যামা প্রসন্ন লোহার মহাশয়,অনুষ্ঠানে সভার সভাপতি আসন অলংকৃত করেন গ্রামেরই আর এক কৃতি সন্তান প্রাক্তন পূর্ব রেল স্টেশন ম্যানেজার জনাব চৌধুরী মাহাতাব হোসেন সাহেব, এবং শিমুলিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয়া শ্রাবণী সাহা মহাশয়া উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গীতাঞ্জলি রেডিও সেন্টারের সঞ্চালিকা মাননীয়া সোমা চ্যাটার্জি মহাশয়া, এছাড়াও এলাকার সকল ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবকবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত গুণীজন ব্যক্তিবর্গরা এছাড়াও গ্রাম ও বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কৃতিমূখের প্রতিষ্ঠাতা নির্মাল্য মুখার্জি, সেখ নজরুল ইসলাম, যাদব যশ, কবি সেখ নুরুল ইসলাম প্রমুখ বলেন আমরা কৃতি ছাত্র-ছাত্রী গুণীজনদের সম্মান জানাতে পেরেছি এবং মাননীয়া সোনালী কাজী মহাশয়াকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দিতে পেরে আমাদের কৃতিমুখ পরিবার সকল সদস্য ও গ্রামের মানুষজন আজ গর্বিত। কৃতিমুখ পরিবারের মূলত উদ্দেশ্য শিশু বয়স থেকেই লেখাপড়ার মনোযোগী ও উৎসাহ বাড়ানো ,ছোট বয়স থেকেই গুণীজনদের হাত থেকে সম্মান পাওয়া মনকে উৎসাহিত করবে এবং অনেক দূরের লক্ষ্যে পৌঁছাতে পারবে, আগামী প্রজন্ম দশ ও দেশের ভবিষ্যৎ তাই এই ভাবে জীবন পথে এগিয়ে চলুক এবং গড়ে উঠুক সুস্থ সমাজ ও দেশ।

Leave a Reply