সাতঘড়ি দিশারী সংঘের উদ্যোগে ঈদ উপলক্ষ্যে বস্ত্র দান
সেখ সামসুদ্দিন, ২৯ মার্চঃ জামালপুরের জারোগ্রাম অঞ্চলের সাতঘড়ি গ্রামে সাতঘড়ি দিশারী সংঘের উদ্যোগে ঈদ উপলক্ষ্যে বস্ত্র দান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ১০০ জন পুরুষ ও মহিলার হাতে নতুন লুঙ্গি ও শাড়ি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, জেলা পরিষদের সদস্য শোভা দে, প্রধান নূরজাহান বিবি, উপ প্রধান বীরেন্দ্রনাথ শী, তৃণমূলের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শেখ আলাউদ্দিন, সুভাষ কোলে, সরোজ মান্না, ক্লাব সম্পাদক শেখ মিজানুর রহমান, শেখ মনতাজ আলী সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন ঈদ উপলক্ষ্যে এই দিশারী সংঘের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচী সত্যি প্রশংসার যোগ্য। এই আনন্দের উৎসবে অসহায় মানুষের হাতে এই বস্ত্র তুলে দেওয়া সত্যি মহান কাজ। তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী এই কারণেই ক্লাব গুলোকে অনুদান দেন যাতে মানুষের পাশে ক্লাব গুলি দাঁড়াতে পারে বা বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করতে পারে। তিনি উপস্থিত সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।