ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
খয়রাসোল ব্লক এলাকার মানুষের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র বলতে নাকড়াকোন্দা গ্রামে অবস্থিত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এরপরবর্তী চিকিৎসা পরিষেবা কেন্দ্র বলতে এদিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল কিম্বা সিউড়ি সদর হাসপাতাল। যদিও অনেক ক্ষেত্রে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার লক্ষ্যে বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছে মানুষ। সেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টি শনিবার পরিদর্শনে যান দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখেন। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি ভর্তিরত রোগী সহ তার পরিবার পরিজনদের সাথে ও কথা বলেন এবং রোগীদের হাতে ফলের প্যাকেট তুলে দেন বিধায়ক। পরবর্তীতে নাকড়াকোন্দা ব্লক মেডিকেল অফিসার ডাক্তার সব্যসাচী রায় সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে হাসপাতালের পক্ষ থেকে স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা র নিকট বিধায়ক কোটায় হাসপাতালে কিছু সমস্যার সমাধান করতে দৃষ্টি আকর্ষণ করা হয়। যার মধ্যে ছিল হাসপাতালে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর। হাসপাতালে ভর্তিরত রোগী ও তাদের আত্মীয়দের সুবিধার্থে পানীয় জলের জন্য এ্যকোয়াগার্ড এর ব্যাবস্থা। সর্বপরি সর্বক্ষণের জন্য অক্সিজেন সিলিন্ডার যুক্ত এ্যাম্বুলেন্স প্রদানের জন্য অনুরোধ করা হয়। এছাড়াও সুইপারের অভাব সহ বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন বিধায়কের কাছে। বিধায়ক বলেন খয়রাসোল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা সচল রাখার স্বার্থে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। আলোচনা সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিএম ও এইচ ডাক্তার সব্যসাচী রায়, স্থানীয় ব্লক এলাকার সমাজসেবী অনুপম বাগ, বাপী চক্রবর্তী, সুকুমার নন্দী, উমাশীষ মুখার্জি প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply