এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশের মহিলা থানার উদ্যোগে মহারানী অধীরানী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের কর্মসূচি স্বয়ংসিদ্ধা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস, বর্ধমান সহযোদ্ধার পক্ষে জগন্নাথ ভৌমিক, বিশ্বজিৎ মল্লিক পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আরো এক পুলিশ অফিসার মহারানী অধিরানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপরাজিতা সরকার সহ ওই বিদ্যালয় এর ছাত্রী এবং শিক্ষিকারা।
এদিনের এই কর্মসূচিতে মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস ছাত্রীদের সুরক্ষিত থাকার বিষয়ে সতর্ক করেন, সবসময় কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে, কিভাবে গুড টাচ ব্যাড টাচ বুঝবে, কিভাবে কম বয়সী বিয়ে থেকে নিজে সতর্ক থাকবে এবং সমাজকে সতর্ক করবে, কোথায় যোগাযোগ করবে সমস্যায় পড়লে এই নিয়ে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করেন ছাত্রীদের সাথে।। এছাড়াও তিনি ছাত্রীদের পকশো আইন সম্পর্কে বোঝান। এছাড়াও তিনি প্রত্যেক ছাত্রীর উদ্দেশ্যে বলেন ‘না’বলতে শেখো।
কর্মসূচি শেষে ছাত্রীদের থেকে তাদের সুবিধা অসুবিধের কথাও জানতে চান এদিন মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক।